সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-এইচডিইউতে চিকিৎসাধীন আছেন।
আজ বুধবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। এর আগে গত ১৭ আগস্ট করোনা আক্রান্ত খন্দকার মাহবুব হোসেনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ কথা জানা। তিনি বলেন, খন্দকার মাহবুব হোসেনের পরিবারের সদস্যের সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, করোনা আক্রান্ত খন্দকার মাহবুবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
শায়রুল জানান, খন্দকার মাহবুব করোনায় আক্রান্ত হওয়া ছাড়াও বয়সজনিত নানা অসুখে ভুগছেন।
খন্দকার মাহবুবের বয়স ৮৩ বছর।
0 Comments