জন গ্র্যাজিয়ানো
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১০: ০০
৪ কেজি ২৪৫ গ্রাম ওজনের এই আম পৃথিবীর সবচেয়ে ওজনদার আম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।
রেকর্ডটি হয়েছে এ বছরের এপ্রিল মাসে। এর আগে সবচেয়ে বড় আমটি ফলেছিল ২০০৯ সালে, ফিলিপাইনে। সেটির ওজন ছিল ৩ কেজি ৪৩৫ গ্রাম।
নতুন রেকর্ডধারী এই আম ফলিয়েছেন কলম্বিয়ার দুই কৃষক রিনা মারিয়া ম্যারোকুইন (বাঁয়ে) ও জার্মান অরল্যান্ডো নোভোয়া ব্যারেরা।
আরও কিছু আমের পাশে রেকর্ডধারী আমটি দেখে বোঝা যাচ্ছে, কত বড় সেটি! কলম্বিয়ায় সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে আম চাষ হয় না।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য মাপজোক শেষে রিনা ও জার্মান সবাইকে নিয়ে কেটেকুটে আমটা খেয়েছেন। খেতেও নাকি বেশ সুস্বাদু ছিল!
0 Comments