নায়িকার এক গাউনের ওজন ২৫ কেজি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাই লক্ষ্মী। ফ‌্যান্টা‌সি ও হরর ঘরানার সিনেমা সিনড্রেলা। এতে ‘সিনড্রেলা’ রূপে দেখা যায় রাই লক্ষ্মীকে। সিনড্রেলা সাজতে গাউন পরেছেন রাই লক্ষ্মী। তার লুকিংয়ের প্রশংসা করছেন নেটিজেনরা। কিন্তু এই সিনড্রেলা সাজতে গিয়ে কম ধকল পোহাতে হয়নি তাকে। ডেকান ক্রনিকাল এক প্রতিবেদনে জানিয়েছে, সিনড্রেলার এই গাউনে প্রাচীন কিছু কাজ করেছেন ডিজাইনার। এতে অনেকগুলো স্তর, টেক্সচার, শেড রয়েছে। দেখতে ছাতার আকৃতি। ব্যয়বহুল এই পোশাকের ওজন ২৫ কেজি। এটি ডিজাইন করেছেন জেরি ডিসুজা।

Post a Comment

0 Comments