শাকিব খানের জন্য ওজন বাড়ালেন পূজা চেরি!

প্রথমবারের মতো ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। সরকারি অনুদানে ‘গলুই’ ছবি নির্মাণ করছেন এস এ হক অলিক। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন টালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। এ ছবিতে শাকিবের সঙ্গে অভিনয়ের জন্য ওজন কমিয়েছেন পূজা। এ প্রসঙ্গে পূজা গণমাধ্যমকে বলেন, 'আমাকে যখন পরিচালক অলিক ভাইয়া দেখেন, তখন বললেন শাকিবের নায়িকা হতে হলে ওজন বাড়াতে হবে। তখন অবশ্য অনেকটা শুকিয়ে গিয়েছিলাম। যার কারণে আমাকে এটাই বলেছিলেন ভাইয়া। আমি তখন ৫০ কেজি ছিলাম। ওজন বাড়ানো শুরু করি, এখন আমার ৫৫ কেজি। এখন মনে হচ্ছে আমি ঠিক আছি। তার মানে এই না যে ওজন কমাবো না। এই ছবির শুটিং শেষ হলেই আবার ৫০ কেজিতে চলে আসব।' শাকিব খানের সঙ্গে পূজার বয়সের পার্থক্য অনেক। পর্দায় তাদের জুটি কতটা মানাবে সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তবে পার্থক্যকে উড়িয়ে দিয়ে পূজা বলেন, 'বয়সের পার্থক্য থাকলে তো সিয়ামের সঙ্গে আমার অভিনয় করা হতো না, রোশানের সঙ্গে অভিনয় করা হতো না, নিরবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া হতো না। শাকিব ভাইয়ার সঙ্গে বয়স ডাজন'ট ম্যাটার।' তিনি আরও বলেন, 'শাকিব ভাইয়া এখনো বয়সকে ধরে রেখেছেন। এখনো তিনি দেখতে যথেষ্ট ইয়াং। সত্যি কথা বলতে কি, আমি কেন আমার পরের প্রজন্মের মেয়েরাও শাকিব খানের নায়িকা হতে পারবে। শাকিব খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে আমার কোনো ভয়ডর কাজ করছে না বরং একটা সন্তুষ্টি কাজ করছে।' টাঙ্গাইলের অধুনালুপ্ত এক জমিদারের বংশধরের কন্যা মালা ও মাঝির রসায়নের গল্প 'গলুই'। এতে শাকিব একজন মাঝি আর মালা চরিত্রে হাজির হবেন পূজা। মালাদের পরিবারে পূর্বে জমিদারী ছিল। এক সময়ে সেটা ক্ষয়ে গেলেও অভ্যাসে ক্ষয় ধরেনি। এখনও রক্তে জমিদারি বিষয়গুলো প্রবাহিত হয়। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেবেন পূজা চেরি।

Post a Comment

0 Comments