১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব আরজেএফ’র উদ্বেগ
Monday, September 20, 2021
দেশের প্রতিথযশা ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করায় উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)।
এক বিবৃতিতে আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, এই ব্যাংক হিসাব তলব সাংবাদিকদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে।
তিনি আরো বলেন, যে কোন নাগরিকের ব্যাংক হিসাব তলব একটি চলমান স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কোন সংগঠনের পদ-পদবী ব্যবহার করে চিঠি প্রদান অনভিপ্রেত। আরজেএফ এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। এসব আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে আরজেএফ। সকল কর্মসূচিতে আরজেএফ’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আন্দোলনকে গতিশীল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় সারাদেশে একযোগে ঐ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আরজেএফ।
0 Comments