অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে (রাসেলের স্ত্রী) ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাসেল ও তার স্ত্রীকে হাজির করে তাদের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বুধবার মধ্যরাতে রাতে আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।
এর ভিত্তিতে পরদিন বৃহস্পতিবার রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় র্যাব। এদিন বিকেল ৫টা ২০ মিনিটে তাদের গ্রেফতার করে র্যাব।
0 Comments